বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি( এফবিসিসিআই )’র পোর্টস অ্যান্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হয়েছেন বিশিষ্ট শিপিং ব্যক্তিত্ব, চৌধুরী গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহেদ সরওয়ার।
এফবিসিসিআই সূত্রে জানানো হয়েছে, শাহেদ সরওয়ারকে ২০২১-২০২৩মেয়াদের জন্য্ ঐ কমিটির কো-চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।
শাহেদ সরওয়ার বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের বর্তমান পরিচালক এবং সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান। তিনি ইতিপূর্বে বিভিন্ন সময়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সভায় শিপিং এজেন্টস এসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।