বিধিমালা সংশোধন করে কার্যকর করার উদ্যোগ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বাণিজ্য সংগঠনসমূহে টানা দুই মেয়াদের বেশি পদে থাকা যাবে না। বাণিজ্য সংগঠনগুলোতে গণতন্ত্র ফেরানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য দেড় বছর আগে চূড়ান্ত করা বাণিজ্য সংগঠন বিধিমালা সংশোধন করে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তা কার্যকর করা হলে একই ব্যক্তি কোন বাণিজ্য সংগঠনের প্রেসিডেন্ট বা অন্য কোন পদে পরপর দুইবারের বেশি নির্বাচন করতে পারবেন না।
এছাড়া, দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর পরিচালনা পর্ষদ থেকে মনোনীত পরিচালক অন্তর্ভুক্তির বিষয়টি বাতিল হতে পারে।
এ দু’টি বিধান যুক্ত করা হলে, সংগঠনগুলোতে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে আসবে বলে মনে করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এতে সংগঠনগুলোতে নতুন করে দক্ষ ও যোগ্য নেতৃত্ব উঠে আসবে বলে মনে করছেন তারা।
১৯৯৪ সালে প্রণীত বাণিজ্য সংগঠন আইন ২০২২ সালে সংশোধন করার পর পরই নতুন আইনের আলোকে বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৩ এর খসড়া চূড়ান্ত করে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন আইনে বলা হয়েছে, কোন ব্যক্তি কোন বাণিজ্য সংগঠনে পরপর দুইবারের বেশি একই পদে নির্বাচন করতে পারবে না।
সে অনুযায়ী, বিধিমালায়ও একই ধরণের বিধান যুক্ত করে খসড়া চূড়ান্ত করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের এপ্রিলে খসড়াটি ওয়েবসাইটে প্রকাশও করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে আওয়ামী ঘনিষ্ঠ ও বিভিন্ন বাণিজ্য সংগঠনে বছরের পর বছরে ধরে প্রেসিডেন্ট বা অন্যান্য গুরুত্বপূর্ণ পদে থাকা প্রভাবশালী ব্যবসায়ী নেতাদের চাপে বিধিমালাটি পাস করে কার্যকর করার উদ্যোগ নিতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়।
এখন সেই খসড়া বিধিমালা সংশোধন করে তা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।