Home Second Lead জুলাই-জানুয়ারি ৭ মাসে রপ্তানি বেড়েছে

জুলাই-জানুয়ারি ৭ মাসে রপ্তানি বেড়েছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে রপ্তানি আয় বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩০.৩৪ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো ( ইপিবি ) প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে রপ্তানি হয়েছে ২৯৫৪.৮৯ কোটি ডলারের। তা দেশীয় মুদ্রায় ২,৫৪,১২০ কোটি টাকার বেশি। তা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০.৩৪ শতাংশ বেশি।

এবারে ৭ মাসে যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে ১৬.১৭ শতাংশ বেশি রপ্তানি হয়েছে। আলোচ্য সময়ে  তৈরি পোশাক পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ২ হাজার ৩৯৮ কোটি ৫২ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় তা ৩০ দশমিক ৩ শতাংশ বেশি। সাত মাসে নিটওয়্যার পণ্য রপ্তানি করে আয় হয়েছে ১ হাজার ৩২৭ কোটি ৪০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৮৯ শতাংশ বেশি। চলতি অর্থবছরের শুরুতে নিটের বিপরীতে ওভেন পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও কয়েক মাস ধরে তা-ও বাড়তে শুরু করেছে।

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ওভেন পোশাক রপ্তানি করে আয় হয়েছে ১ হাজার ৭১ কোটি ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৭ দশমিক ২৩ শতাংশ বেশি।

দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে হোম টেক্সটাইল পণ্য থেকে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ৮৩ কোটি ১৩ লাখ ডলারের হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে। এ আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩০ শতাংশ বেশি।

তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে কৃষি প্রক্রিয়াজাত পণ্য থেকে। চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে এ খাতের পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৭৪ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৬ দশমিক ৬৩ শতাংশ বেশি।

আয় বেড়েছে কেমিক্যাল পণ্য রপ্তানি খাতে। আয় হয়েছে ২২ কোটি ৪০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫২ দশমিক ৬৫ শতাংশ বেশি। ওষুধ রপ্তানি করে আয় হয়েছে ১১ কোটি ৭১ লাখ ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় ২১ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৬৮ কোটি ২৭ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৯ দশমিক ৬৬ শতাংশ বেশি।