Home আকাশপথ এবার অস্ট্রেলিয়াও ভারতের সাথে আকাশপথ বন্ধ করে দিল

এবার অস্ট্রেলিয়াও ভারতের সাথে আকাশপথ বন্ধ করে দিল

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভয়াবহ করোনা পরিস্থতিতে এবার অস্ট্রেলিয়াও ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিল ।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেন, ভারত থেকে অস্ট্রেলিয়ায় প্যাসেঞ্জার ফ্লাইট আপাতত কিছুদিন বন্ধ থাকবে। আগামী ১৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। পরিস্থিতি বুঝে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

এই মুহূর্তে ভারতে রয়েছেন অস্ট্রেলিয়ার বহু নাগরিক। এমনকি আইপিএল খেলার সূত্রে অস্ট্রেলিয় তারকা ক্রিকেটাররাও রয়েছেন ভারতে। তাঁদের কার্যত বেকায়দায় ফেলে দিল এই ঘোষণা।

অবশ্য দুঃসময়ে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে অস্ট্রেলিয়া। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকার মতো তারাও ভারতে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ-পত্র, ভেন্টিলেটর, অক্সিজেন ট্যাঙ্ক পাঠানোর কথা জানিয়েছে। কঠিন সময়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেছেন, “ভারতের অবস্থার যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা সত্যিই মন ভেঙে দেওয়ার মতো।” একে ঘোরতর মানবিক বিপর্যয় বলেও উল্লেখ করেছেন তিনি।

বিমান পরিবহন বন্ধ করে দেওয়া কোনও স্থায়ী সমাধান নয়, মানছেন অস্ট্রেলিয় প্রধান। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে আশাবাদী তিনি।

এর আগে ভারত থেকে বিমান চলাচলের পরিমাণ খানিক কমিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। আকাশপথে যোগাযোগ বন্ধ করেছিল তার প্রতিবেশী নিউজিল্যান্ড ছাড়াও ব্রিটেন, কানাডা, সংযুক্ত আরব আমিরাত।