বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক এবার শীতবস্ত্র দিল দীঘিনালায়। স্থানীয় দুঃস্থ ও হতদরিদ্র মানুষেরা তাদের এ সহায়তা পেয়েছেন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার দুর্গম কামাক্কুছড়া, সিনেমাহল ও মেরুং ইউপির গুলছড়ির ২০০ দুঃস্থ ও হতদরিদ্রের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক’র কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে শ্যামল কান্তি চাকমা বলেন, পার্বত্য অঞ্চলে ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠি, দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতায় এগিয়ে এসেছে ইউপিডিএফ গনতান্ত্রিক। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।