বিজনেসটুডে২৪ ডেস্ক
আর ধৈর্য রাখতে পারলোনা শ্রীলংকার সাধারণ মানুষ। কার্যত পাঁচ হাজারেরও বেশি মানুষ বৃহস্পতিবার দেশের রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের বাড়ির সামনে এসে ব্যাপক বিক্ষোভ দেখালেন। বিক্ষোভ সরাতে প্যারা মিলিটারি পুলিশ বাহিনী, স্পেশাল টাস্কফোর্স ময়দানে নামে।
কার্যত বিক্ষোভকারীদের মধ্যে থেকে আওয়াজ তোলা হয় প্রেসিডেন্টের পদত্যাগ করা উচিত বলে। শ্রীলংকার এই চরম আর্থিক সংকট কিভাবে ঠিক হবে, তা নিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছুই জানানো হয়নি।
শ্রীলংকার আধিবাসীদের এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। জানা গিয়েছে, শ্রীলংকার আর্থিক সংকটের কারণে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে বিদ্যুৎবিভ্রাট। দেশে ১৩ ঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। তার মধ্যেই জ্বালানি তেল ফুরিয়ে এসেছে। ডিজেল শেষ হয়ে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে গণপরিবহণ। পেট্রোল অবশিষ্ট রয়েছে এক সপ্তাহের মতন।