বিজনেসটেুডে২৪ প্রতিনিধি
সিলেট: মানবতার দেয়ালের পর এবার ‘মানবতার ঘর।’ তা নিয়ে এগিয়ে এসেছে ন্যাশনাল প্রেস সোসাইটি (গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা) সিলেট বিভাগীয় শাখা।
করোনা পরিস্থিতিতে বিরাজমান দুঃসময়ে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবতার ঘরটি তৈরি হয়েছে শহরের ২৪ নম্বর ওয়ার্ডে হাজি হালু মসজিদের কাছে। ঘরের দেয়ালে ইংরেজিতে লেখা, ‘The House of Humanity’। আর বাংলায় লেখা ‘মানবতার ঘর’।
এখানে রয়েছে খাবারের প্যাকেট, মাস্ক ও পোশাক। এখান থেকে প্রয়োজন অনুসারে নিতে পারছেন। প্যাকেটে রয়েছে: ১ কেজি চাল, ১ কেজি আলু, লবণ ৫০০ গ্রাম, তেল ২৫০ গ্রাম, পেঁয়াজ ২৫০ গ্রাম ও মশুর ডাল ২৫০ গ্রাম।
ঘরে আছে পোশাক ও মাস্ক। এই মানবতার ঘর থেকে যার খাদ্য ও বস্ত্রের প্রয়োজন তিনি প্রয়োজনীয় খাদ্য ও পোশাক নিয়ে যেতে পারবেন।
সংগঠনের বিভাগীয় সভাপতি মোহাম্মদ জুম্মান জানালেন, ‘২৪ নম্বর ওয়ার্ড থেকে শুরু হলো আমাদের এ উদ্যোগ। পর্যায়ক্রম তা চালু করা হবে সব ওয়ার্ডে। যে কেউ এখানে খাবার সামগ্রী, কাপড় রেখে যেতে পারবেন।’