বিজনেসটেুডে২৪ ডেস্ক
এবার মানুষের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাবার সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে চলেছে জার্মানি।
বায়োটেকনোলজি কোম্পানি বায়োএনটেক (BioNTech)-এ ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়েছিল ফেব্রুয়ারি থেকেই। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পশুদের শরীরে ট্রায়াল সফল। এই ভ্যাকসিন এবার মানব শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে ।
জার্মানির ড্রাগ ও ভ্যাকসিন রেগুলেটরি অথরিটি জানায়, প্রাথমিক পর্যায়ে ২০০ জন সুস্থ ও পূর্ণবয়স্ক মানুষের উপরে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। ভ্যাকসিন দেওয়ার জন্য যাঁদেরকে বেছে নেওয়া হয়েছে তাঁদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
এই পরীক্ষা সফল হলে দ্বিতীয় পর্যায়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মী-সহ সংক্রমণের ঝুঁকি যাঁদের সবচেয়ে বেশি তেমন মানুষজনের উপরে ট্রায়াল শুরু হবে। দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালও যদি সফল হয়, তাহলেই ড্রাগ কন্ট্রোলের অনুমতি সাপেক্ষে তৃতীয় পর্যায়ে সংক্রামিত রোগীদের উপরে ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে।