Home সারাদেশ এবার স্বাস্থ্য সচিব অবাঞ্ছিত

এবার স্বাস্থ্য সচিব অবাঞ্ছিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

জেলার কটিয়াদীতে স্বাস্থ্য সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। স্বাস্থ্য সচিবের বাড়িতে ক্লিনিক নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংসদ সদস্য নূর মোহাম্মদের লোকজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

রবিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী সরকারি মহিলা কলেজের সামনে থেকে আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। কটিয়াদী ছাড়াও পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট আওয়ামী লীগ এতে অংশ নেয়।

মিছিলকরীরা সংসদ সদস্য সমর্থিতদের অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানায় এবং স্বাস্থ্য সচিবকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। এসময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. দিলীপ কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, শিল্পপতি সিদ্দিকুর রহমান, কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, স্বাস্থ্য সচিব সরকারি জমি এবং মাজারের জমিতে অন্যায়ভাবে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করছেন। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে তার লোকজনের ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও কটিয়াদী-২ আসনের এমপি নূর মোহাম্মদের কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। সমাবেশ থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার ও স্বাস্থ্য সচিবকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

কটিয়াদী উপজেলার চান্দপুরে স্বাস্থ্য সচিবের বাড়ির পেছনে তার মায়ের নামে একটি কমিউনিটি ক্লিনিক নির্মিত হচ্ছে। ওই ক্লিনিকের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে রবিবার স্বাস্থ্য সচিবের লোকজনের সাথে এলাকার এমপি নূর মোহাস্মদের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে কটিয়াদীর এসিল্যান্ডসহ অন্তত ১০ জন আহত হয়।

এ ঘটনায় রবিবার রাতে কটিয়াদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে কটিয়াদী থানার ওসি এম এ জলিলকে প্রত্যাহার করা হয়েছে।