Home ব্যাংক-বিমা মিজান ও মহিউদ্দিন এবি ব্যাংকের ডিএমডি

মিজান ও মহিউদ্দিন এবি ব্যাংকের ডিএমডি

মিজানুর রহমান ও মহিউদ্দিন

ঢাকা: সৈয়দ মিজানুর রহমান ও কেএম মহিউদ্দিন আহমেদ সম্প্রতি এবি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

সৈয়দ মিজানুর রহমান ২৫ বছরেরও অধিক সময় ব্যাংকিং সেক্টরে কর্মরত আছেন। তার নেতৃত্বে এবি ব্যাংকে রিটেইল ব্যাংকিং ডিভিশন, এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট প্রতিষ্ঠিত হয়। এবি ব্যাংকে যোগদানের আগে তিনি ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আল-ফালাহ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কর্মরত ছিলেন।

কেএম মহিউদ্দিন আহমেদ ২০০৩ সালে এবি ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিং সেক্টরে তার ১৯ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। মহিউদ্দিন অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগে বিভিন্ন পদে কাজ করেছেন। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিন্যান্সিয়াল কন্ট্রোল, ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্যাক্সেসন, বাজেটারি ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে তার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। -সংবাদ বিজ্ঞপ্তি