বিজনেসটুডে২৪ ডেস্ক
নিজে ফুচকা খেতে ভালবাসেন, তাই ফুচকাতেই আস্থা রাখতে চাইলেন এ প্রজন্মের এক চাকরিপ্রার্থী। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর দোগাছি এলাকার শক্তিনগরে এলে চোখে পড়তে পারে সেই চমকপ্রদ ফুচকার দোকান। যার গায়ে লেখা এমএ পাশ ফুচকাওয়ালি কা দুকান।
দোকানে রোজই দেখা যাচ্ছে ঝলমলে তরুণীকে। তিনি এমএ পাশ, সিমপি সাহা। শক্তিনগরের সবাই একডাকে চেনেন তাঁকে। সিমপির ফুচকার দোকানে নিয়মিত আসেন শিক্ষক, বন্ধুবান্ধব থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা, ভিড় করে কচিকাঁচারাও।
মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ, ফুচকার দোকান কেন, কী ব্যাপার! সিমপি জানান, এ ছাড়া আর যে উপায় ছিল না। মা নার্ভের রোগী, বাবা সেলাইয়ের দোকানে কাজ করেন। সংসারের যা হাল সিমপিকে এখন পাশে থাকতেই হবে।
গান গাইতে ভালবাসেন সিমপি, সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম কিনে কদিন রেওয়াজও করেছিলেন। কিন্তু এখন সে সময়টা দোকানে দিলে যদি কিছুটা টাকা আসে সেই চেষ্টা করছেন। সেইসঙ্গে পাচ্ছেন সকলের ভরসাও, যতদিন না কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছেন, এই পেশা মন্দ কী!