Home ব্যবসায়ী সংগঠন এমটিবির স্বতন্ত্র পরিচালক হলেন ফারুক আহমেদ

এমটিবির স্বতন্ত্র পরিচালক হলেন ফারুক আহমেদ

ফারুক আহমেদ সিদ্দিকী সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন।
এর আগে তিনি রানার মোটরস্ লিমিটেড এবং এপেক্স ট্যানারিজ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে পূর্ণ মেয়াদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্বরত ছিলেন। বর্তমানে তিনি সামিট পাওয়ার লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

এছাড়াও সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং সরকারের ডাক ও টেলিযোগাযোগ, শিক্ষা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জাতীয় রাজস্ব বোর্ডে সদস্য (কর নীতি) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।