Home First Lead এমভি ক্যালিফোর্নিয়া ট্রেডার ফিরলো ১৭ দিনে

এমভি ক্যালিফোর্নিয়া ট্রেডার ফিরলো ১৭ দিনে

  • কন্টেইনার খালাসে ৩ দিনের স্থলে ৯দিন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: জাহাজ ও কন্টেইনার জটে বেহাল দশা চট্টগ্রাম বন্দরের। তা কেমন?

মাল্টা পতাকাবাহী কন্টেইনার জাহাজ এমভি ক্যালিফোর্নিয়া ট্রেডার বহির্নোঙরে পৌঁছে ৪ এপ্রিল। সেখানে অপেক্ষায় থাকতে হয়েছে ৮দিন। বার্থ পেয়েছে ১১ এপ্রিল। ২০৩২ টিইউস কন্টেইনার নিয়ে ক্যালিফোর্নিয়া ট্রেডার এসেছে। খোঁজ নিয়ে জানা যায়, জাহাজটিতে  ছিল ৯১ বক্স রেফ্রিজারেটেড কন্টেইনার। সেগুলো ছিল উপরিভাগে। অর্থাৎ সাধারণ পণ্য বোঝাই কন্টেইনার খালাস করতে আগে এগুলো নামাতে হয়েছে। কিন্তু বন্দরে কোন রেফার কন্টেইনার প্লাগ খালি ছিল না। তাতে বিপাকে পড়ে বন্দর। এসব কন্টেইনারে আদা, রসুন, আপেল ইত্যাদি পণ্য ছিল। সাধারণত যেসব কন্টেইনার জাহাজ আসে সেগুলো রেফ্রিজারেটেড কন্টেইনার নিয়ে আসে ৩০/৪০ বক্স। আর  ক্যালিফোর্নিয়া ট্রেডারে এসেছে এর দ্বিগুণ। বিরাজমান সংকটের মধ্যে বন্দরের জন্য তা ছিল আরও সংকটের। প্রচুর সময় ক্ষেপণ হয় সেগুলো খালাস ব্যবস্থাপনায়।

আজ সোমবার জাহাজটি বন্দর ত্যাগ করেছে। প্রায় ৯ দিন ছিল জাহাজটি বার্থে। শিপিং সংশ্লিষ্টরা জানান, জাহাজটি যে পরিমাণ কন্টেইনার নিয়ে এসেছে স্বাভাবিক সময়ে সেগুলো খালাস করে ফিরে যেতে সময় লাগে ৩ দিন। আর এটার বহির্নোঙরে পৌঁছা থেকে ফিরে যাওয়া পর্যন্ত মোট সময় লেগেছে ১৬ দিন।

নমুনা হিসেবে এই একটি জাহাজের কথা ‍উল্লেখ করা হলো। প্রকৃত পক্ষে এমন অবস্থা কেবল  ক্যালিফোর্নিয়া ট্রেডার-এর নয়, সব জাহাজের।

৩৬টি জাহাজ বার্থ পাওয়ার জন্য অপেক্ষা করছে বহির্নোঙরে । আর এদিকে ৯ টি বার্থে কোন জাহাজ নেই। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি )-১, এনসিটি-৪, চিটাগাং কন্টেইনার টার্মিনাল ( সিসিটি)-২, সিসিটি-৩ ও বার্থ নম্বর ৩, ৫, ৯, ১০ এবং ১২ তে কোন জাহাজ নেই। এগুলো খালি। তারপরও এগুলোকে অপেক্ষায় থাকতে হচ্ছে। কারণ, কোন জায়গা নেই জাহাজ থেকে কন্টেইনার নামিয়ে রাখার। বন্দরের সক্ষমতা ছাড়িয়ে গেছে কন্টেইনার। ৪৯,০১৮ টিইউস ধারণক্ষমতার বিপরীতে রাখা হয়েছে ৪৯,৯৭৪ টিইউস।

একজন বার্থ অপারেটর জানান, তাঁর পরিচালিত বার্থে কমপক্ষে যেখানে সাড়ে তিন শ’ বক্স কন্টেইনার খালাসের সক্ষমতা রয়েছে সেখানে বলা হয়েছে ২৮ বক্স নামাতে।