বিজনেসটুডে২৪ ডেস্ক
করোনা সংক্রান্ত ফ্লাইট-পূর্ববর্তী চাহিদার ব্যাপারে গ্রাহকদের সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে এমিরেটস নতুন একটি মোবাইল অ্যাপ চালু করবে। এমিরেটস এই নতুন মোবাইল অ্যাপ ‘ট্রাস্টওয়ান’ (TrustOne) এর পরীক্ষামূল ব্যবহার করবে।
জিই ডিজিটাল এভিয়েশন সফটওয়্যার এবং টিই ফুডের সহায়তায় অ্যাপটি পরিচালিত হবে।
এর মাধ্যমে কোভিড-১৯ পিসিআর পরীক্ষায় বিশেষ মূল্যছাড় লাভ ছাড়াও যাত্রীরা করোনা সংক্রান্ত সর্বশেষ বিধিনিষেধ ও প্রটোকল সম্পর্কে জানতে পারবেন, যা তাদেরকে ভ্রমণকে আরও ঝামেলামুক্ত করতে সহায়ক হবে।
অ্যাপ ব্যবহারকারী এমিরেটস যাত্রীরা ফ্লাইট বুকিং-এর পর ইউরোফিন-এর মাধ্যমে তাদের বিশ্বব্যাপী বিস্তৃত ল্যাবরোটরির একটিতে ল্যাবের অবস্থান, অ্যাপেয়ন্টমেন্ট বুকিং এবং পরীক্ষার ফল সংক্রান্ত তথ্য অতি সহজেই লাভ করতে পারবেন। কোভিড-১৯ পিসিআর পরীক্ষার জন্য বিশেষ মূল্যছাড়ও পাবেন যাত্রীরা।
আইওএস ও অ্যান্ডায়ড ডিভাইসে ট্রাস্টওয়ান অ্যাপটি ডাউনলোড করা যায়। সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স ও যুক্তরাজ্যে ইতোমধ্যে অ্যাপটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে।