Home Second Lead আরেক দফা ভাঙ্গনের মুখে অলির এলডিপি

আরেক দফা ভাঙ্গনের মুখে অলির এলডিপি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আরেক দফা ভাঙ্গনের মুখে লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি ( অলি)।  বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় সহ-সভাপতি, উপদেষ্টা, যুগ্ম মহাসচিবসহ কেন্দ্রীয় কমিটির ১৯ জন পদত্যাগ করেছেন।

দলের যুব সংগঠন গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক ছাড়া ১০১ সদস্যের পুরো কমিটির নেতারা, গণতান্ত্রিক ওলামা দলের ২৩ সদস্যের পুরো আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭৫ সদস্যের পুরো কমিটি পদত্যাগের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে পদত্যাগপত্র অলি আহমেদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পদত্যাগী নেতারা।

পদত্যাগকারী উল্লেখযোগ্য নেতারা হলেন-কেন্দ্রীয় সহ-সভাপতি ড. আবু জাফর সিদ্দিকী, উপদেষ্টা ফরিদ আমিন, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. ইব্রাহিম রওনক, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি এ এস এম মহিউদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. আফজাল হোসেন মোর্শেদ, যুব বিষয়ক সম্পাদক শফিউল বারী রাজু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লস্কর হারুনুর রশিদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইমরান। গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু, সদস্য সচিব মোহাম্মদ ফয়সাল ও যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন পাঠান বিপ্লব, কাজী কামরুল হাসান, জাহাঙ্গীর আল সানি, হারুন অর রশিদ, ইউনুস বেপারী, রেজওয়ানুল ইফতেখারসহ ১০০ জন। গণতান্ত্রিক ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা বদরুদ্দোজা, সদস্য সচিব মাওলানা আবদুল হাই নোমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা আসাদুল্লাহ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আনোয়ার হোসাইনসহ ২৩ জন।  ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল হকসহ ৭৪ জনসহ এলডিপির সাধারণ ২১ সদস্য।

২০১৯ সালের ২৬ জুন এলডিপি থেকে পদত্যাগ করেন আবদুল করিম আব্বাসী, মো. আবদুল্লাহ ও মো. আবদুল গণি। তিনজনই এলডিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তারা সবাই একাধিকবার বিএনপি থেকে মনোনীত হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। পরে একই বছরের ১৮ নভেম্বর আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে এলডিপির কমিটি করা হয়।