Home Uncategorized এলপিজি ট্যাংকারের চিফ ইঞ্জিনিয়ারের লাশ হিমঘরে

এলপিজি ট্যাংকারের চিফ ইঞ্জিনিয়ারের লাশ হিমঘরে

  • আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হলে চিনে পাঠানো হবে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খুলনা: সিঙ্গাপুর পতাকাবাহী এলপিজি ট্যাংকার ‘এপিক সেন্ট কিটস’-এর চিফ ইঞ্জিনিয়ার  চিনা নাগরিক ফ্যান হংজি (৪৩) ‘র মরদেহ আপাতত দেশে পাঠানো হচ্ছে না।

বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সিংঙ্গাপুর পতাকাবাহি এপিক সেন্ট কিটস্ এর স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারনে আপাতত মরদেহ দেশে পাঠানো সম্ভব হচ্ছেনা। আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক হলে তখন মরদেহ চীনে পাঠানো হবে।

‘এপিক সেন্ট কিটস’ বুধবার  বিকেলে মোংলা বন্দরের  ২ নম্বর বয়ায় অবস্থান নেয়। মোংলায় অবস্থিত এনার্জিপ্যাকের গ্যাস প্ল্যান্টের জন্য কাঁচামাল নিয়ে এসেছে ট্যাংকারটি। সেদিন সন্ধ্যায় প্রধান প্রকৌশলী অসুস্থ হয়ে পড়ার সংবাদে বন্দরের চিকিৎসক দল জাহাজে পৌঁছেন। পরীক্ষা নিরীক্ষার পর রাত ২টা ২০ মিনিটে জাহাজের প্রধান প্রকৌশলী ফ্যান হংজিকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারনা করেন।