Home Second Lead এলাকাবাসীর জন্য ১০০ শয্যার ৪ কোয়ারেন্টাইন সেন্টার সাংসদ লতিফের

এলাকাবাসীর জন্য ১০০ শয্যার ৪ কোয়ারেন্টাইন সেন্টার সাংসদ লতিফের

চট্টগ্রাম: চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে এলাকার জনসাধারণের সহায়তায় আরও ব্যাপকভাবে এগিয়ে এসেছেন চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফ। ৪টি অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছেন ১০০ শয্যার।

করোনাভাইরাসে আক্রান্ত কি না কারও সংশয় হলে এসব সেন্টারে গিয়ে পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নিতে পারবেন। সাংসদের নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইন সেন্টারগুলো চালু করা হয়েছে।

চট্টগ্রাম-১১ নির্বাচনী এলাকায় ২৭ নং ওয়ার্ডের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় আগ্রাবাদ মহিলা কলেজ, ৩৮ নং ওয়ার্ডে হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়, ৪০ নং ওয়ার্ডে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় এবং ৩০ নং ওয়ার্ডে বাংলাদেশ রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয়ে এসব কোয়ারেন্টাইন সেন্টার। প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমতিতে তা চালু করা হয়েছে।

আগ্রাবাদ মহিলা কলেজে তৈরি কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন সাংসদ এম এ লতিফ

মঙ্গলবার আগ্রাবাদ মহিলা কলেজ কোয়ারেন্টাইন সেন্টার  পরিদর্শন করেন  সাংসদ। জানান, প্রয়োজনবোধে এই সুবিধা আরও কয়েকগুণ বৃদ্ধির প্রস্তুতি রয়েছে।  করোনার সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষায় প্রধানমন্ত্রী নানাবিধ ব্যবস্থা নিয়ে

আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার নির্বাচনী এলাকায় জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, চট্টগ্রাম সমুদ্র বন্দর দু’টি রপ্তানি প্রক্রিয়া  অঞ্চল থাকায় প্রচুর বিদেশির সমাগম। এলাকাটি শ্রমিক অধ্যুষিতও। সংক্রমণের প্রচুর ঝুঁকি এখানে। আমি মনে করি এই অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার করোনা ভাইরাস বিস্তার রোধে কার্যকর ভূমিকা পালন করবে।   দেশবাসীকে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে  প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে অবস্থান করার আহবান জানান। জ্বর ও সর্দি কাশি হলে পরিবারের অন্য সদস্যদের বাঁচাতে পরীক্ষা পর্যন্ত স্বেচ্ছায় এই কোয়ারেন্টইন সেন্টারে অবস্থান করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এই সময় আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, অধ্যাপিকা বিবি মরিয়ম “স্বাধীনতা নারী শক্তি”র পরিচালক শাহিনুর আক্তার, ইউনিট নেত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-১১ আসনের সব ওয়ার্ডে সাংসদ লতিফের উদ্যোগে ভর্তুকি মূল্যে চাল,ডাল, তেল ইত্যাদি বিক্রির কর্মসূচিও চলছে ব্যাপকভাবে।

সংবাদ বিজ্ঞপ্তি