Home খেলাধুলা রবিবার সন্ধ্যায় এশিয়া কাপের  মেগা ফাইনাল

রবিবার সন্ধ্যায় এশিয়া কাপের  মেগা ফাইনাল

বিজনেসটুডে২৪ ডেস্ক

এশিয়া কাপের  মেগা ফাইনাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। তার আগে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের মহড়া সেরে রাখল শ্রীলঙ্কা । যে দলটি টানা চার ম্যাচ জিতে খেতাবের গন্ধ পেয়ে গিয়েছে।

শ্রীলঙ্কা টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরেছিল, তারপর ভাবা গিয়েছিল দেশের আর্থিক সংকটে দিশেহারা হয়ে তারাও বিদায় নেবে। কিন্তু দেশের সংকট যে তাদের কাছে শক্তি রূপে প্রকাশ পাবে, কেই বা ভেবেছিল!

শুক্রবার রাতে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার ক্রিকেটের এই জয়ে যেমন স্বপ্ন রয়েছে, দিশাও রয়েছে। পাকিস্তানের প্রথমে ব্যাটিং ১২১ রানের জবাবে তিন ওভার আগেই জয়ের ঠিকানায় পৌঁছে গিয়েছে দাসুন শানাকার দল। তারা ম্যাচে ১৭ ওভার খেলেই ১২৪/৫ করে ম্যাচ জিতে নিয়েছে।

১২১ রানের পুঁজি নিয়েও অবশ্য পাকিস্তান লড়ে গিয়েছে। প্রথম দুই ওভারে দুই উইকেটসহ পাওয়ার প্লে’তে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। রানের খাতা খোলার আগেই আউট হন কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকা। ধনঞ্জয় ডি সিলভা করেন ৯ রান।

তরুণ ওপেনার পাথুম নিসাঙ্কা অপরাজিত থেকে ৫৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। নিসাঙ্কাকে সঙ্গত দেন ভানুকা রাজাপাকশে (২৪), অধিনায়ক দাসুন শানাকা (২১) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (১০)।

পাক দলের হয়ে সর্বোচ্চ রান অধিনায়ক বাবর আজমের, তিনি ৩০ রান করে আউট হন ডি’সিলভার বলে। শ্রীলঙ্কার সফল বোলার হাসারাঙ্গা, তিনি তিন উইকেট নিয়ে ম্যাচের রং বদল করে দিয়েছেন। যে কারণে ম্যাচের সেরা তিনি। পাক দলের নওয়াজ (২৬) চেষ্টা করলেও লঙ্কার বোলারদের দাপটে মাথা তুলে দাঁড়াতে পারেনি টুর্নামেন্টে উড়ে বেড়ানো পাক দল। তাদের মাটিতে নামিয়ে এনেছে সিংহলিরা। রবিবার আসল ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই অপেক্ষা করে রয়েছে।