Home সারাদেশ কলারোয়ায় পানিতে ডুবে পুলিশের এসআই’র মৃত্যু

কলারোয়ায় পানিতে ডুবে পুলিশের এসআই’র মৃত্যু

এসআই মো. রাশিদুল ইসলাম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কলারোয়া ( সাতক্ষীরা ):  কলারোয়া থানায় কর্মরত এসআই মো. রাশিদুল ইসলাম (৪০) পুকুরের পানিতে ডুবে মারা গেছেন ।

রবিবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া থানার পুকুরে গোসল করতে নেমে সাঁতার কাটার সময় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যান তিনি। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই মো. রাশিদুল ইসলাম মেহেরপুর জেলার গাংনী থানার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। প্রায় দুইমাস আগে তিনি কুষ্টিয়ার খোকসা থানা থেকে কলারোয়া থানায় যোগদান করেন।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. শফিকুল ইসলাম জানান, এসআই রাশিদুল ইসলামকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় সাঁতার কাটার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এসআই রাশিদুল ইসলাম থানা কম্পাউন্ডের ভিতরে অবস্থিত পুকুরে গোসল করতে নামেন। এসময় তাকে একাকী সাঁতার কাটতে দেখা যায়। বেশকিছু সময় পেরিয়ে গেলেও তিনি পুকুর থেকে উঠে না আসায় পানিতে তলিয়ে গেছেন বলে সন্দেহ করা হয়। এ সময় তার কাপড় পুকুরের সিঁড়িতে রাখা ছিল। তাৎক্ষণিক পুলিশের কয়েকজন সদস্য পুকুরে নেমে তার খোঁজ করতে থাকেন এবং সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সকাল ৯টা ৫০মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা রাশিদুল ইসলামকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

এ ঘটনার খবর পেয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। সাতক্ষীরা পুলিশ লাইনে তার জানাযা নামাজ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।