বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক কে এম হাবিব উল্লাহ আর নেই।
বুধবার ভোররাত ২টা ৩০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। কয়েক মাস যাবৎ কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। তাঁর একমাত্র মেয়ে নাজিয়া ইংল্যান্ডে ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক এবং একমাত্র ছেলে মুগ্ধ হাবিব কানাডার ভ্যাংকুয়েভারে ব্যাংকে কর্মরত ।
বিসিএস প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা কে এম হাবিবুল্লাহর গ্রামের বাড়ি কাপাসিয়ায়।
কে এম হাবিব উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।
এক শোকবার্তায় শিল্প প্রতিমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিশেষ করে নারী উদ্যোক্তাদের এখাতে আরো উৎসাহিত করাসহ এসএমই খাতের সামগ্রিক উন্নয়নে কে এম হাবিবুল্লাহর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শিল্প প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।