Home First Lead এসএসসি ফরম পূরণে বাড়তি টাকা আদায় হলে স্কুল কমিটি বাতিল

এসএসসি ফরম পূরণে বাড়তি টাকা আদায় হলে স্কুল কমিটি বাতিল

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করা হলে স্কুলের পরিচালনা কমিটি বাতিল করা হবে।

হাইকোর্টের রুল অনুসারে এই ব্যবস্থা নেয়া হবে বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সব স্কুলের প্রধান শিক্ষকদের পাঠানো পত্রে জানানো হয়েছে।

এসএসসির ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের প্রমাণ পেলে হাইকোর্টের রুল অনুসারে স্কুলের পরিচালনা কমিটি বাতিল করা হবে বলে প্রতিষ্ঠান প্রধানদের হুঁশিয়ার করেছে শিক্ষা বোর্ড।

১২ এপ্রিল এ ব্যাপারে পত্র দেয়া হয়েছে।

অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ উঠেছে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ পরিস্থিতিতে কোনো স্কুল ফরম পূরণে অতিরিক্ত ফি নিয়ে থাকলে সে টাকা শিক্ষার্থীদের ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ডের চিঠিতে বলা হয়েছে, ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হলে মহামান্য হাইকোর্টের সুয়োমোটো রুল ২৫/২০১৪ মোতাবেক বিদ্যালয়ের পরিচালনা কমিটি বাতিলসহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএসসির ফরম পূরণ ১ এপ্রিল থেকে শুরু হলেও লকডাউনের কারণে তা আপাতত স্থগিত আছে। লকডাউনের পর সভা করে ফের জরিমানা ছাড়াই এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেয়া হবে।