মোরশেদুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ( ত্রিশাল ) থেকে: নজরুল বিশ্ববিদ্যালয়ের স্কিল ভেভলপমেন্ট ক্লাব ( এসডিসি ) আয়োজিত ন্যাশনাল ইভেন্ট বিজকেস-এ Team Gameplan-BUP এর মাহির বিন মেহেদি, মির্জা যসফিক আরেফিন, যোবায়ের ওয়াসিত বিজয়ী হন।
প্রথম রানারআপ হয় Bromosapiens- RU এর মো. আশিকুর রহমান, নায়েদ মাহমুদ বরকতুল্লাহ, পৃথিরাজ প্রধান।
এবং ২য় রানারআপ হয় Unsolved-SUST এর সিয়াম বিন নুর, মো. মোবাশের কালাম, ইকবাল চৌধুরী।
প্রতিযোগীতাটি ২০২০ এ শুরু হয় কিন্তু করোনার জন্য স্থগিত হয়ে যায়।
দেশের ৫৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩৭০ টিম অংশ গ্রহন করে। মোট ৩টি রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল। ফাইনাল রাউন্ডটি ২৫শে ফেব্রুয়ারি জুমের মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হয়।
ফাইনালে বিচারক হিসাবে ছিলেন
- ড.এম সাদিকুল ইসলাম অধ্যাপক ফ্যাইন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- ড.মোহাম্মদ তাওফিকুল ইসলাম অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- পারবেজ হোসেন সিইও SWAP
- সিকদার আক্তাতরুউজ্জামান, গ্রামীণ ফোন
- মোঃরাজিউদ্দিন, লংকা বাংলা ফিনান্স
- চন্দ্রন কুমার পাল, সহকারী অধ্যাপক ফ্যাইন্যান্স বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
বিষয় ছিল ব্যবসার বিভিন্ন বিষেয়ের সমাধান করা। বিজয় পুরস্কার ১ লক্ষ টাকা। ৫০,০০০টাকা বিজয়ীদের জন্য, ৩০,০০০টাকা প্রথম রানারআপের জন্য, ৩০,০০০ টাকা এবং ২য় রানারআপের জন্য ২০,০০০ টাকা ।