বিজনেসটুডে২৪ ডেস্ক:
এশিয়ার করপোরেট দুনিয়ায় ‘আউটস্ট্যান্ডিং লিডার’ হিসেবে ‘এসিইএস অ্যাওয়ার্ডস-২০২০’ পেয়েছেন সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। তার অসামান্য নেতৃত্বের জন্য জুরি প্যানেল দ্বারা স্বীকৃতি পেয়েছেন।
এ বছরের এসিইএস পুরস্কারে বিভিন্ন ক্যাটাগরিতে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের মধ্যে বিজেতা সাতজনের মধ্যে একজন হিসেবে এ পুরস্কার গ্রহণ করেছেন।
পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে এমওআরএস গ্রুপের প্রধান নির্বাহী শ্যাংগারি বালাকৃষ্ণন বলেন, সামিটের অবকাঠামো তৈরির প্রচেষ্টা তাদের অর্থনৈতিক আশা ও সমৃদ্ধির অগ্রদূত হিসেবে কাজ করেছে।
সম্প্রতি একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে আয়োজক সংস্থা এমওআরএস গ্রুপ বিজয়ীদের নাম ঘোষণা করে। অ্যাওয়ার্ডটি ‘ব্যক্তি’ ও ‘প্রতিষ্ঠান’ দুটি মূল ক্যাটাগরিতে ভাগ করে দেয়া হয়। ব্যক্তি ক্যাটাগরিতে ‘এন্টারপ্রেনিউর অব দ্য ইয়ার’, ‘ইয়াং এন্টারপ্রেনিউর অব দ্য ইয়ার’, ‘ইমিনেন্ট লিডার্স ইন এশিয়া’, ‘আউটস্ট্যান্ডিং লিডার্স ইন এশিয়া’, এশিয়া মোস্ট অ্যামিরেবল ইয়াং লিডার্স’, ‘লিডিং টেকনোপ্রেনিউর্স ইন এশিয়া’ এবং ‘এশিয়া’স মোস্ট ইন্সপায়ারিং এক্সিকিউটিভস’ প্রভৃতি সাব ক্যাটাগরিতে এসব সম্মাননা দেয়া হয়। ‘আউটস্ট্যান্ডিং লিডার্স ইন এশিয়া’ এই ক্যাটাগরিতে এশিয়ার ১০ জনকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।