চট্টগ্রাম: আজ রবিবার ১৬ ফেব্রুয়ারী কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংবাদিক মরহুম এস. এম জাহেদুল হক এর ১ম মৃত্যুবার্ষিকী। তিনি গত বছর এই দিনে ইন্তেকাল করেন।
মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি দূরারোগ্য কিডনি রোগীদের সেবায় কাজ করে যান। এ অসহায় দুঃস্থ কিডনি রোগীদের ডায়ালাইসিস সংকট নিরসনে এবং কিডনি রোগীদের উন্নত চিকিৎসার লক্ষ্যে একটি আধুনিক হাসপাতাল ও ডায়লাসিস সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১৯ সালে মানবদরদী কিছু ব্যক্তিকে নিয়ে তিনি কিডনি রোগী কল্যাণ সংস্থা গঠন ও প্রতিষ্ঠা করেন। দৈনিক আজাদী পরিবার সহ কিছু মানবিক চেতনার মানুষ এতে সম্পৃক্ত হন। ১০০ শয্যা কেপিডব্লিউএ- এম. এ মালেক ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে উক্ত হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রম তিনি চালু করে যান।
তাঁর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিবার কবর জিয়ারত, বাদ আছর খতমে কোরআন, বাদ মাগরিব দোয়ায় মাহফিল ও কদম মোবারক মুসলিম এতিমখানার এতিমদের মধ্যে তবারুক বিতরণের ব্যবস্থা করেছে কিডনি রোগী কল্যাণ সংস্থা। উক্ত মাহফিলে সংশ্লিষ্ট সকলে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য উদাত্ত আহবান জানান সংস্থার সভাপতি ওয়াহিদ মালেক, সিনিয়র সহসভাপতি এডভোকেট জিয়া হাবীব আহ্সান, সহ সভাপতি কাজী আশরাফুল হক জীবন ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ প্রমূখ নেতৃবৃন্দ।
-সংবাদ বিজ্ঞপ্তি