Home চট্টগ্রাম পোশাক শিল্পের অগ্রযাত্রায় সাজেদুলের অবদান অবিস্মরণীয়

পোশাক শিল্পের অগ্রযাত্রায় সাজেদুলের অবদান অবিস্মরণীয়

এস এম সাজেদুল ইসলাম

শোক সভায় সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দ

চট্টগ্রাম: গত রবিবার চট্টগ্রাম ক্লাবে মরহুম এস.এম. সাজেদুল ইসলাম-এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি কাজী মনিরুজ্জামান, ফারুক হাসান, সম্মিলিত পরিষদের বর্তমান প্যানেল লিডার আবুল কালাম, এছাড়াও চট্টগ্রাম অঞ্চলের প্রাক্তন প্রথম সহ-সভাপতি  এরশাদ উল্লাহ, এস.এম. নূরুল হক, সৈয়দ নজরুল ইসলাম, প্রাক্তন সহ-সভাপতিবৃন্দ, প্রাক্তন পরিচালকবৃন্দ সহ চট্টগ্রাম অঞ্চলের বিপুল সংখ্যক মালিকবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ নির্বাচন ২০২৫-২০২৭ এর সম্মিলিত পরিষদের প্যানেল নেতৃবৃন্দ- এস.এম. আবু তৈয়ব, ব্যবস্থাপনা পরিচালক, ইন্ডিপেন্ডেন্ট এ্যাপারেলস্ লিঃ, রাকিবুল আলম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, এইচ.কে.সি. এ্যাপারেলস্ লিঃ, অঞ্জন শেখর দাশ, ব্যবস্থাপনা পরিচালক, আর.এস.বি. ইন্ডাষ্ট্রিয়াল লিঃ, মোহাম্মদ মুসা, ব্যবস্থাপনা পরিচালক, মদিনা গার্মেন্টস্ লিঃ, নাফিদ নবী, ব্যবস্থাপনা পরিচালক, বিএসএ গ্রুপ, সৈয়দ মোহাম্মদ তানভীর, ব্যবস্থাপনা পরিচালক, প্যাসিফিক জিন্স লিঃ, মোস্তফা সরওয়ার রিয়াদ, ব্যবস্থাপনা পরিচালক, আরডিএম এ্যাপারেলস্ লিঃ, মোঃ আবছার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, টপ স্টার ফ্যাশন লিঃ, গাজী মোঃ শহিদ উল্লাহ, পরিচালক, সনেট টেক্সটাইলস্ ইন্ডাষ্ট্রিজ লিঃ।

শোক সভায় বক্তারা মরহুমের কর্মজীবনের বিভিন্ন দিক আলোকপাত করে তাকে বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের একজন দিকপাল হিসেবে উল্লেখ্য করে বলেন- মরহুম এস.এম. সাজেদুল ইসলাম এর অবদান পোশাক শিল্প পরিবার আজীবন স্মরণ করবে। তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

-সংবাদ বিজ্ঞপ্তি