সরকারের অতিরিক্ত সচিব মো. এহছানে এলাহী সচিব পদমর্যাদায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে ২১ জানুয়ারি যোগ দিয়েছেন।
বিসিএস ক্যাডারে ১৯৯১ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের পর মাঠপর্যায়ে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন তিনি।
এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়, সংসদ সচিবালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের পরিচালক এবং রাজউকের সচিব ও পরিচালক ছিলেন।
এহছানে এলাহী বিসিআইসিতে যোগদানের আগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিএসসিসহ (সম্মান) এমএসসি পাস করেন।
তিনি ২০০৫-০৬ সালে স্কলারশিপ নিয়ে লন্ডন ইউনিভার্সিটির অধীনে এমএস (পিএইচ) ডিগ্রি অর্জন করেন। সংবাদ বিজ্ঞপ্তি