Home আকাশ পথ বিমানে বৃদ্ধার গায়ে প্রস্রাব করা সেই ব্যক্তি গ্রেপ্তার

বিমানে বৃদ্ধার গায়ে প্রস্রাব করা সেই ব্যক্তি গ্রেপ্তার

বিজনেসটুডে২৪ ডেস্ক

দিল্লি: ভারতের টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার এয়ারলাইনসের বিমানে এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করা সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আজ শনিবার বেঙ্গালুরু থেকে শংকর মিশ্র নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সহযাত্রীর গায়ে প্রস্রাব করার খবর সামনে আসতেই পালিয়ে বেড়াচ্ছিলেন মুম্বাইয়ের বাসিন্দা শংকর। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পাননি তিনি। আজ সকালে ৩৪ বছর বয়সী শংকরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত মুম্বইয়ে ওয়েলস ফার্গো  নামে একটি সংস্থায় কর্মরত ছিল। শুক্রবার ওয়েলস ফার্গোর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিমানের মধ্যে শঙ্করের বিরুদ্ধে যে অভব্য আচরণের অভিযোগ উঠেছে, তা কোম্পানি সমর্থন করে না। এই ঘটনায় কোম্পানির বদনাম হয়েছে। এরপরেই কোম্পানি থেকে শঙ্কর মিশ্রের বরখাস্তের সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর আমেরিকা থেকে দিল্লিতে ফিরছিলেন ৭০ বছর বয়সি এক বৃদ্ধা। বিমানের বিজনেস ক্লাসে ) আচমকাই তাঁর গায়ে প্রস্রাব করে শঙ্কর মিশ্র নামে ওই ব্যক্তি। ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যায়। অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকার কারণে ঘটনাটি সকলের নজর এড়িয়ে যায়। বিমানের কর্মীদের এই ঘটনা জানালে, তাঁরা ওই বৃদ্ধাকে পরিষ্কার জামাকাপড় পরে ঘুমিয়ে পড়তে নির্দেশ দেন। বিমানকর্মীদের আচরণে অত্যন্ত বিরক্ত হয়ে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের কাছে অভিযোগ জানিয়ে চিঠি লেখেন ওই বৃদ্ধা।