চট্টগ্রাম: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাস্টম হাউস চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতি এম এ লতিফ এমপি বলেন-৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণই ছিল বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্র। বাঙালি জাতির সঠিক এই ইতিহাস আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে আজ প্রমাণিত। তাঁর আহবানে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে। তিনি দুঃখ করে বলেন-মুক্তিযুদ্ধের সময় যে পরিমাণ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল, সে তুলনায় চিহ্নিত যুদ্ধাপরাধীদের শাস্তি কার্যকর হয়নি। বঙ্গবন্ধু মহানুভবতা দেখিয়ে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কিন্তু তারপরও তারা দেশ ও বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞ না হয়ে এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকারী স্বাধীনতা বিরোধী রাজাকারদের গাড়ীতে দেশের পতাকা তুলে দিয়ে মুক্তিযুদ্ধ ও শহীদ মুক্তিযোদ্ধাদের অপমানিত করার মাধ্যমে সহযোগিতা করেছে বিএনপি সরকার।
এম এ লতিফ এমপি চট্টগ্রাম বন্দর ও কাষ্টমসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় রাজাকারদের অনুসারীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহবান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়াসহ বক্তারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণে উদ্বুদ্ধ হয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র আলহাজ্ব মোঃ রেজাউল করিম ও কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
চট্টগ্রাম বন্দর সিবিএ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও কাউন্সিলর আলহাজ্ব ছালেহ আহম্মেদ চৌধুরী, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক কাউন্সিলর সাইফুল আলম চৌধুরী, ৩৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সভাপতি আলহাজ্ব আব্দুল বারেক, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জিয়াউল হক সুমন ও সাবেক কাউন্সিল মোঃ আসলাম, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সভাপতি আলহাজ্ব মোঃ হাসান মুরাদ, ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, বন্দর সিবিএ কার্যকরী সভাপতি মোঃ আজিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোরশেদ, বর্তমান সদস্য আবু নাসের জুয়েল, স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম ও মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি ইমতিয়াজ বাবলা বক্তব্য রাখেন।
-সংবাদ বিজ্ঞপ্তি