Home Third Lead ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারিক

ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারিক

হাইথাম বিন তারিক। ছবি ফেসবুক: এমদাদ বাচ্চু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মাস্কাট (ওমান )

সুলতান কাবুস-এর চাচাতো ভাই সংস্কৃতি মন্ত্রী হাইথাম বিন তারিক আল সাঈদকে নতুন সুলতান ঘোষণা করা হয়েছে।

সুলতান কাবুস অবিবাহিত ছিলেন, তাই তার কোনো উত্তরাধিকারী বা মনোনীত কেউ ছিলেন না। কারণে তার মৃত্যুর পর সুলতান হিসেবে চাচাতো ভাই হাইথাম বিন তারিক আলসাঈদের নাম ঘোষণা করা হয়।

চার দশক ধরে ওমানকে শাসন করা সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ গত শুক্রবার ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

আরব বিশ্বে সবচেয়ে বেশি দিন রাজত্ব করা সুলতান ছিলেন তিনি।