বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাত বাংলাদেশির বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই ব্যবস্থা নেয়া হয়েছে।
গত ১৬ থেকে ২৪ নভেম্বরের মধ্যে ৭ জন বাংলাদেশি নাগরিক দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরেন। এদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলার একজন, কসবা উপজেলার তিনজন, নবীনগরের একজন এবং সদর উপজেলার দুজন রয়েছেন। তাদের চিহ্নিত করে হোমকোয়ারেন্টিনে রাখার পাশাপাশি সবার বাড়িতে লাল পতাকা টানানো হবে।
জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্ব অনুষ্ঠিত করোনা প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি।
সভায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্য পরীক্ষা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।