বিজনেসটুডে২৪ ডেস্ক
ওমিক্রন আতঙ্কে ইতিমধ্যে লকডাউন করেছে ইউরোপের কয়েকটি দেশ। কোভিডের ওই নতুন ভ্যারিয়ান্ট যে হারে ছড়াচ্ছে, তাতে আগামী দিনে আরও বহু দেশে লকডাউন করার মতো পরিস্থিতি সৃষ্টি হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, সোম ও মঙ্গলবার বিশ্ব জুড়ে কোভিড সংক্রমণ হয়েছে ১০ লক্ষের বেশি।
সোমবার বিশ্ব জুড়ে কোভিডে আক্রান্ত হন ১৪ লখ ৪০ হাজার মানুষ। বুধবার জানা যায়, আমেরিকায় একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ লক্ষ মানুষ। ক্যালিফোর্নিয়াতেই সংক্রমণ হয়েছে সবচেয়ে বেশি। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার জন। ওমিক্রন সংক্রমণের ফলে অস্ট্রেলিয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড সংখ্যক মানুষ। সিডনি ও তার আশপাশে সোমবার আক্রান্ত হয়েছিলেন ৬ হাজার মানুষ। মঙ্গলবার সেখানে আক্রান্ত হয়েছেন ১১ হাজার। সোমবার ভিক্টোরিয়া প্রদেশে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার মানুষ। মঙ্গলবার সেখানে আক্রান্ত হয়েছেন ৩৭০০ জন। কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
কোভিড ঠেকাতে ইতিমধ্যে চিনের শিয়ান শহরে লকডাউন জারি করা হয়েছে। শহরের ১ কোটি ৩০ লক্ষ বাসিন্দা বাড়ি ছেড়ে বেরোতে পারছেন না। মঙ্গলবার শিয়ানে সংক্রমিত হয়েছেন ১৫১ জন। ৯ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে সেখানে মোট এক হাজার জন সংক্রমিত হয়েছেন।
মঙ্গলবার ফরাসি সরকার জানায়, তার আগের ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৮০৭ জন। অতিমহামারী শুরু হওয়ার পরে খুব কম দেশেই দৈনিক এত বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন।