Home আগরতলা ওয়াকফ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ত্রিপুরায়

ওয়াকফ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ত্রিপুরায়

কৈলাশপুরে বিক্ষোভ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, আগরতলা ( ত্রিপুরা ): সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুখর উনকোটি জেলার কৈলাশপুর। শনিবার প্রতিবাদ মিছিলের সাথে পুলিশের খণ্ডযুদ্ধ হয়েছে। ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে কৈলাসহরের রাজপথে কৈলাসহর জয়েন্ট অ্যাকশান কমিটির উদ্যোগে ওই প্রতিবাদ মিছিল বের হয়েছিল। এদিনের মিছিলটি টিলাবাজার থেকে শুরু হয়ে মহকুমা শাসকের পুরাতন কার্যালয়ে গিয়ে শেষ করার কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই কুবজার এলাকায় মিছিলটিকে আটকে দেয় পুলিশ। তাতেই মূহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে খন্ডযুদ্ধ শুরু হয়। তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং আন্দোলনকারী আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে টিএসআর, সিআরপিএফ ও বিএসএফ।

এই প্রসঙ্গে ত্রিপুরা পুলিশের তরফে জানানো হয়েছে, মিছিলটি প্রথমে শান্তিপূর্ণ ভাবেই এগোচ্ছিল। হঠাৎ করেই মিছিলকারীরা হিংস্র হয়ে ওঠেন। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন কৈলাশহরের দিকে। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় মিছিলকারীদের। এক পুলিশকর্তার কথায়, “আমরা মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছিলাম। হঠাৎ পুলিশকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েন কেউ কেউ। এর ফলে আমাদের কয়েক জন আহত হয়েছেন।” তবে পরিস্থিতি  নিয়ন্ত্রণে  বলে জানিয়েছে পুলিশ

মহম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে এই মিছিল তিলাবাজার থেকে শুরু হয়ে কুবঝাড়ের দিকে যাচ্ছিল। কিন্তু সেই মিছিল করার অনুমতি দেওয়া হয়নি কৈলাসহর জয়েন্ট অ্যাকশান কমিটিকে। তাই কৈলাসহর পুরসভার বাইরেই ওই মিছিল করার সিদ্ধান্ত নেওয়া। অভিযোগ। কুবঝাড়ের কাছে ওই মিছিলকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর, কাঁচের বোতল ইত্যাদি ছোড়া হয় বলেও অভিযোগ। এই নিয়ে শুরু হয় সংঘর্ষ।

বদরুজ্জামানের দাবি, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। কিন্তু প্রশাসনিক কর্তৃপক্ষ সেখানে হিংসাকে উস্কে দিয়েছে। পুলিশের মারে তাঁদের কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।