Home Second Lead ওরা হত্যাকারি, ওদের বিরুদ্ধে মামলা হবে : সুজন

ওরা হত্যাকারি, ওদের বিরুদ্ধে মামলা হবে : সুজন

মা-শিশু হাসপাতালে করানা ইউনিট চালুর দাবিতে নাগরিক উদ্যোগের মানববন্ধন কর্মসূচি
  • চিকিৎসাবঞ্চিত করে জনগনকে ক্ষেপিয়ে তোলার  চক্রান্ত
  • অদৃশ্য ইশারায় বাধাপ্রাপ্ত হচ্ছে করোনা চিকিৎসা সেবা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালকে করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগ।

নাগরিক ‍উদ্যোগের উদ্যোগে আজ রবিবার মা-শিশু হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেখানে অবিলম্বে করোনা ইউনিট চালুর দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও  মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, সরকারের বিরুদ্ধে জনগনকে ক্ষেপিয়ে তোলার জন্য একটি মহল বিশেষভাবে চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা চলমান করোনা ভাইরাস মহামারীতে জনগনকে পরিকল্পিতভাবে চিকিৎসা সেবা বঞ্চিত করছে। তাদের অদৃশ্য ইশারায় বাধাপ্রাপ্ত হচ্ছে চট্টগ্রামে চিকিৎসা সেবার সরকারি উদ্যোগসমূহ।

মা-শিশু হাসপাতালের করোনা ইউনিট চালুতে বিপত্তি তৈরি এদের চক্রান্তের অংশ। চিকিৎসা সেবার সরকারি উদ্যোগসমূহ বাস্তবায়নে যারা বাধাগ্রস্ত করছে তারা সবাই হত্যাকারি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আরও ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

মা-শিশু ও জেনারেল হাসপাতালকে করোনা বিশেষায়িত হাসপাতাল ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা বলেন, বিশাল এ হাসপাতালটি ৪০০ মানুষের চিকিৎসা সেবার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রয়েছে পর্যাপ্ত আইসিইউ সুবিধা । এখন শুধু প্রয়োজন হাসপাতালটিকে করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করা। প্রধানমন্ত্রীর শুভ উদ্যোগ পরিপূর্ণতা লাভ করবে যদি হাসপাতালটিকে সম্পূর্ণ করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলা যায়। আমরাও চাই হাসপাতালটি চট্টগ্রামের করোনা চিকিৎসায় মাইলফলক হিসেবে কাজ করুক। অথচ কেন জানিনা এ হাসপাতালটিকে করোনা চিকিৎসায় বিশেষায়িত হাসপাতালের ঘোষণা না দিয়ে অযথা সময়ক্ষেপণ করা হচ্ছে । সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন সিদ্ধান্ত চট্টগ্রামে সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। কোথায় গেলে কাঙ্খিত চিকিৎসা সেবা পাওয়া যাবে তার কোন সদুত্তর নেই। মানুষের জীবন মৃত্যুর এ সন্ধিক্ষণে বেসরকারি হাসপাতালগুলো প্রতিদিনই তাদের নিত্যনতুন গল্প জনগনের সামনে উপস্থাপন করছে। তারা প্রতিদিন করোনা চিকিৎসায় তাদের নানা রকম প্রস্তুতির কথা শুনিয়ে সময় পার করছে। চিকিৎসা সেবার জন্য তাদের দুয়ারে গেলে তাদের সে দুয়ার আর খোলে না। এমন যখন দুরবস্থা চারিদিকে তখন চট্টগ্রামের কিছু হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসায় এগিয়ে আসলেও তাদেরকে সেভাবে প্রস্তুত করা হচ্ছে না। অন্যদিকে প্রতিদিনই জনগনের অমূল্য প্রাণ বিনা চিকিৎসায় নিভে যাচ্ছে।

নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মোঃ হোসন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুর রহমান মিয়া, মোরশেদ আলম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য ফোরামের সদস্য সচিব লায়ন মাহমুদুর রহমান শাওন, আজীবন সদস্য জাহিদ তানছির, এম. এ জলিল, মোঃ শাহজাহান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ওয়াসিম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রনি মির্জা।