বিজনেসটুডে২৪ ডেস্ক
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার রাতেই আদালতের পরোয়ানার আদেশসহ অন্যান্য কাগজপত্র টেকনাফ মডেল থানায় পাঠানো হয়। থানা থেকে প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহারকৃত পরিদর্শক লিয়াকত আলী, উপপরিদর্শক নন্দলাল রক্ষিত, এএসআই লিটন মিয়া ও টুটুল, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন এবং মো. মোস্তফা।
বুধবার টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলাটি রুজু হওয়ার পরেই মামলার এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সিনহার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মেজর সিনহার সঙ্গী ও ৩১ জুলাইয়ের ঘটনায় টেকনাফ পুলিশের দায়ের করা মামলার আসামি সাহেদুল ইসলাম সিফাতসহ ১০ জনকে সাক্ষী করা হয়েছে।
কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে, শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে ৩১ জুলাই মারা যান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা।