Home Third Lead পলাতক ওসি শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট

পলাতক ওসি শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট

উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম ও বর্তমান ওসি মহিবুল্লাহ

 ওসি মহিবউল্লাহকে উত্তরা পূর্ব থানা থেকে প্রত্যাহার 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অপরদিকে, সাবেক ওসি পালানোর ঘটনায় প্রত্যাহার করা হয়েছে এই থানার বর্তমান ওসি মো. মহিবউল্লাহকে। দায়িত্বে অবহেলার অভিযোগে এই ব্যবস্থা নেয়া হয়েছে।  পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে মো. মহিবউল্লাহকে।

শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়েছিল। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।

আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা হয়। কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে গত বুধবার দিবাগত রাত ১২টার পর তাকে উত্তরা পূর্ব থানায় আনা হয়েছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি থানা থেকে পালিয়ে গেছেন।

অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাপারে মামলা হয়েছে শাহ আলমের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জানা যায়, পলাতক ওসিকে ধরেতে যৌথ অভিযান চালানো হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের অনেক দল কাজ করছে। নদীবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দায়িত্বে ‘অবহেলার’ অভিযোগে উত্তরা পূর্ব থানার এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।