Home খেলাধুলা ওয়াইড বলে রিভিউ চান কোহলি

ওয়াইড বলে রিভিউ চান কোহলি

বিজনেসটুডে২৪ ডেস্ক:

ওয়াইড ও নো বলের জন্য রিভিউ চাইছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেটে প্রায়ই ওয়াইড ও নো বল নিয়ে বিতর্ক তৈরি হয়। একদিন আগেও এই বিতর্কে জড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

গতকাল বুধবার একটি ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আয়োজনে আরেক ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে ওয়াইড ও নো বল নিয়ে মতামত তুলে ধরেন কোহলি।

কোহলি বলেন, ‘অধিনায়ক হিসেবে এখানে নিজের মতামত তুলে ধরব আমি। অধিনায়ক হিসেবে চাইব, যদি আমার কাছে তা মনে হয় ভুল সিদ্ধান্ত, তাহলে যেন ওয়াইড বল নিয়ে রিভিউর অধিকার আমার থাকে। অথবা কোমর উচ্চতার নো বল নিয়েও আমি রিভিউ নিতে চাইব, যদি সেটি মনে হয় ভুল সিদ্ধান্ত।’

কোহলি আরো বলেন, ‘যুগ যুগ ধরে আমরা দেখেছি, এ ধরনের বিষয়গুলো কত বড় আকার ধারণ করতে পারে। একটা ম্যাচে ছোট্ট একটা ভুল হতেই পারে (আম্পায়ারদের), পরে সেটিই বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। কোনো দল যদি ১ রানে হেরে যায়, অথচ দেখা গেল প্রাপ্য একটি ওয়াইড তারা পায়নি এবং রিভিউ করতে পারেনি, তাহলে ওই টুর্নামেন্টে তাদের সম্ভাবনায় সেটি বড় ধাক্কা হতে পারে।’

কোহলির সঙ্গে সহমত রাহুলও। তিনি বলেন, ‘নিয়মটি করা হলে খুব ভালো হয়। দুটি রিভিউ থাকল তাহলে দলগুলো যেভাবে ইচ্ছা সেগুলো কাজে লাগাতে পারে।’