Home Second Lead ঔষধ আদা পেঁয়াজের জাহাজকে অগ্রাধিকার

ঔষধ আদা পেঁয়াজের জাহাজকে অগ্রাধিকার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ঔষধ সামগ্রী এবং আদা,রসুন, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এসব পণ্য নিয়ে আসা জাহাজকে অগ্রাধিকারভিত্তিতে জেটিতে প্রবেশের সুযোগ করে দিয়েছে।

বন্দরের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে এই সুবিধা কার্যকর হয়েছে অগ্রাধিকার কোটায় বার্থ দেয়া হচ্ছে।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ঐসব পণ্যের দর বাড়ানোর অপচেষ্টায় লিপ্ত কতিপয় ব্যবসায়ী। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এদেরকে জরিমানাও করেছেন গত কয়েকদিনে। আদা,রসুন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দৈনিক চাহিদা প্রায় ১০ হাজার মেট্রিক টন। বাজার দর ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। যেসব কন্টেইনারবাহী জাহাজে এসব পণ্য ১৫০ বক্স অথবা এর যে কোন একটি পণ্যের ৫০ বক্সের বেশি থাকলে সেটা জেটিতে ভিড়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।তবে, একসঙ্গে কেবল একটি জাহাজ এই সুবিধা পাবে। অর্থাৎ এভাবে বার্থ পাওয়া একটি জাহাজ নোঙর তোলার পর অনুরূপ আরেকটি জাহাজ প্রবেশের সুযোগ পাবে। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, একই সময়ে একাধিক জাহাজ থাকলে সেক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনারের ভিত্তিতে অগ্রাধিকার প্রাপ্তি বিবেচনায় নেয়া হবে।