Home Uncategorized ককবরক ভাষা সৈনিক ধনঞ্জয় ত্রিপুরার প্রতি শ্রদ্ধাঞ্জলি

ককবরক ভাষা সৈনিক ধনঞ্জয় ত্রিপুরার প্রতি শ্রদ্ধাঞ্জলি

বক্তব্য রাখছেন সুশীল জীবন ত্রিপুরা
মিঠুন সাহা, পানছড়ি (খাগড়াছড়ি) থেকে: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পানছড়িতে পালিত হয়েছে ককবরক ভাষা শহীদ দিবস।
 ককবরক ভাষা শহীদ দিবস উদযাপন কমিটি ২০২২ এর আয়োজনে ‘বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস); ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম-বাংলাদেশ (টিএসএফ), পানছড়ি শাখার এ সম্মিলিত সহযোগিতায় ককবরক ভাষা সৈনিক ধনঞ্জয় ত্রিপুরার ৪৭ তম মৃত্যু বার্ষিকী ও ককবরক ভাষা শহীদ দিবস উপলক্ষে পানছড়িতে  শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।
বৃহস্পতিবার  (৩ মার্চ ) বিকেলে পানছড়ি আদি ত্রিপুরা পাড়ায়  ত্রিপুরা কল্যাণ সংসদ মাঠ প্রাঙ্গণে ককবরক (ত্রিপুরা) ভাষার জন্য যিনি জীবন উৎসর্গ করেছেন ভাষা সৈনিক শহীদ ধনঞ্জয় ত্রিপুরার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন ‘বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস); ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম-বাংলাদেশ (টিএসএফ)পানছড়ি শাখার নেতৃবৃন্দ। এই ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকেই শ্রদ্ধাঞ্জলি জানান।
শ্রদ্ধাঞ্জলি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠানে ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি শাখার  সদস্য কালোমনি ত্রিপুরার সঞ্চালনায় ও সভাপতি কার্বারী বাদশা কুমার ত্রিপুরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর ত্রিপুরা কল্যাণ সংসদ এর সদস্য বিপ্লব কান্তি ত্রিপুরা।
 প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা,কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহশীস ত্রিপুরা,পানছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা।
পানছড়ি ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক অপূর্ব ত্রিপুরা,মরাটিলা এলাকার নবনির্বাচিত মেম্বার কাখারাং ত্রিপুরা (অমর চাঁন) সহ প্রমুখ।
 সুশীল জীবন ত্রিপুরা বলেন, মাতৃভাষা সৃষ্টিকর্তার দান। তাই কোনো ভাষাকে অবজ্ঞা করা যাবে না। মাতৃভাষাকে ভালোবাসতে হবে, মর্যাদা দিতে হবে এবং সকল ক্ষেত্রে মাতৃভাষা চর্চায় এগিয়ে আসতে হবে। মাতৃভাষাকে আমাদের মননে স্থান দিতে হবে।
তিনি বলেন,১৯৭৫ সালে ৩রা মার্চ ককবরক ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে ভারতের আসাম প্রদেশের দক্ষিণ ত্রিপুরার জলাইবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হন ধনঞ্জয় ত্রিপুরা। ভাষার জন্য তার মহান আত্মত্যাগের কারণে আজ ককবরক ভাষা শহীদ দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে ত্রিপুরা জনগোষ্ঠী। শহীদ ধনঞ্জয় ত্রিপুরা অমর হোক!। ককবরক অমর হোক।