Home Third Lead কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার: বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছে নুরুল হক লালু (১৯) নামে এক কিশোর।

খুরুশকুল ইউনিয়নের পেঁচার ঘোনা হাম্বার গোরায় সিএনজির গতিরোধ করে তাকে তুলে নিয়েহত্যা করেছে দুর্বৃত্তরা। সে ঐ এলাকার মধ্যম ডেইল পাড়ার মনিরুল হকের দ্বিতীয় ছেলে।

জানা যায়, নুরুল হক লালু পেঁচার ঘোনা হাম্বার গোরা টমটম গ্যারেজ থেকে সিএনজি নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিএনজির গতিরোধ করে একদল চিহ্নিত সন্ত্রাসী তার মুখ বেঁধে খালি মাঠে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সিএনজি অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ।