Home কক্সবাজার পিকনিকের বাস দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ১৫

পিকনিকের বাস দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ১৫

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার: কক্সবাজারে পিকনিকের বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো পনের জন।

নিলাচল (ঢাকা মেট্রো ব- ১৪: ২৯৩৭) নামের বাসটিতে চল্লিশ জনের একটি দল ছিল। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ঈদগাহ ওয়াহেদপাড়া এলাকায় হুদাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. মুরাদ (১৮) ও কালা মিয়া (৬০)।

পিকনিকের বাসটি নোয়াখালী থেকে কক্সবাজারে যাচ্ছিল বলে জানায় প্রত্যক্ষ্যদর্শী ও স্থানীয়রা।

ঈদগাহ পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বলেন, বাসটি সকাল ৬টার দিকে ঈদগাহ এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনাকবলিত হয়।