বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য মাহবুবা সুলতানা।
সোমবার ২১ ডিসেম্বর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। প্রতিষ্ঠার ৭ বছর পর বোর্ড অব ট্রাস্টিজের প্রাক্তন চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি কর্তৃক তা জবরদখলের অভিযোগ করেন মাহবুবা সুলতানা।
তিনি দাবি করেন, করোনাকালীন লকডাউনে বিশ্ববিদ্যালয়ের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রতিষ্ঠাকালীন ৯ ট্রাস্টি সদস্যকে বাদ দিয়ে নামকাওয়াস্তে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করছেন। আর এভাবে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে নিয়োগ বাণিজ্য করছেন। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, আবদুস সবুর, আবদুল মাবুদসহ অপর কয়েকজন উপস্থিত ছিলেন।
মাহবুবা সুলতানা সংবাদ সম্মেলনে জানান, এই ইউনিভার্সিটি ২০১৩ সালে ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি লায়ন মো. মুজিবুর রহমান পরিবার ও অন্য ট্রাস্টিদের অনুদানে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার পর থেকে গত ২০ মে পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। কিন্তু উল্লেখযোগ্য কোন অবদান রাখতে ব্যর্থ হওয়ায় তাকে অব্যাহতি দিয়ে সাংসদ আলহাজ জাফর আলমকে চেয়ারম্যান মনোনীত করা হয়। তা না মেনে কতিপয় কর্মকর্তার যোগসাজশে অন্যায়ভাবে একচ্ছত্র কর্তৃত্ব কায়েম করেন এবং নিজেকে উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা দাবি করে অনেক শিক্ষক কর্মকর্তাকে অব্যাহতি দেয়া হয় এবং নিয়োগ বাণিজ্য শুরু করেন। এসবের প্রতিবাদ করা হলে উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা পুনঃনির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন। গায়ের জোরে নিজেকে প্রতিষ্ঠাতা দাবি এবং দখলদারিত্ব কায়েম করে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।