Home First Lead রাজধানীর পথে স্বপ্নের ‘কক্সবাজার এক্সপ্রেস’

রাজধানীর পথে স্বপ্নের ‘কক্সবাজার এক্সপ্রেস’

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার: স্বপ্নের রেলযাত্রা শুরু হলো সৈকত শহর কক্সবাজার থেকে। নির্দিষ্ট সময় সূচি অনুসারে শুক্রবার বেলা সাড়ে ১২ টায় সহস্রাধিক যাত্রী নিয়ে আইকনিক রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। ট্রেনটির আজ রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পথে চট্টগ্রাম এবং ঢাকা বিমান বন্দর স্টেশনে থামবে।

রাজধানী থেকে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে আসবে রাত ১০ টা ৩০ মিনিটে কমলাপুর স্টেশন থেকে।  বাণিজ্যিক যাত্রার আজ প্রথমদিনে যাত্রী ওঠানো শুরু হয় সকাল ১১ টা থেকে। যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেয়া হয়।

গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেল সংযোগ উদ্বোধন করেন। এ সময় ডিসেম্বর থেকে দুটি ট্রেন চালুর নির্দেশনা দেন তিনি। সেই অনুসারে যাত্রা শুরু হলো কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের। বিশ্বের দীর্ঘতম পর্যটন নগরী কক্সবাজার থেকে ঢাকা রুটে ট্রেন চলাচলকে কেন্দ্র করে বিপুল আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে সর্বস্তরের জনসাধারণের মাঝে। কক্সবাজারে পর্যটন শিল্প আরও সম্ভাবনাময় হয়ে উঠেছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ব্যাপক চাহিদার কারণে কক্সবাজার এক্সপ্রেসে বগির সংখ্যা দুটি বাড়িয়ে করা হয়েছে ২৩টি। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, এসি সিটের ভাড়া ১ হাজার ৫৯০ টাকা ও এসি বার্থের ভাড়া (ঘুমিয়ে যাওয়ার আসন) ২ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ ও এসি বার্থের ভাড়া ৬৯৬ টাকা।