Home First Lead কক্সবাজার সমুদ্র সৈকত,হোটেল-বিনোদন কেন্দ্র খুলছে সোমবার

কক্সবাজার সমুদ্র সৈকত,হোটেল-বিনোদন কেন্দ্র খুলছে সোমবার

 

  • বান্দরবানের পর্যটন স্পট চালুর  প্রস্তুতি

 দেলোয়ার হোসাইন টিসু

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে যেতে আর মানা নেই। তবে মানতে হবে, স্বাস্থ্যবিধিসহ ৬৫টি নির্দেশনা।

করোনায় প্রায় ৫ মাস বন্ধ থাকার পর সোমবার থেকে সবার জন্য অবাধ হচ্ছে বিশ্বের  দীর্ঘতম সমুদ্র সৈকত। খুলছে সব হোটেল-মোটেল। করোনা পরিস্থিতিতে বন্ধ ঘোষণায় দীর্ঘ প্রায় ৫ মাস জনশূন্য ছিলো কক্সবাজারের হোটেল মোটেল থেকে শুরু করে সবকটি পর্যটন স্পট। তবে অবশেষে কাটিয়ে উঠতে যাচ্ছে এই স্থবিরতা।

সোমবার থেকে সীমিত আকারে পরীক্ষামুলকভাবে খুলে দেয়া হচ্ছে কক্সবাজারের হোটেল মোটেল, কটেজ এবং রেস্টুরেন্টসহ পর্যটন এলাকার বিনোদন কেন্দ্রগুলো। তবে প্রাথমিকভাবে নেয়া এই সিদ্ধান্তে শুধু পৌর এলাকার পর্যটন সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতির কথা বলছে প্রশাসন। একই সাথে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার তাগিদও দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

এদিকে থমকে যাওয়া পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন স্পটগুলোও চালু করতে নেয়া হচ্ছে প্রস্তুতি। সে লক্ষে শনিবার নীলাচলসহ বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর। প্রশাসন জানায়, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে খুলে দেয়া হতে পারে পর্যটন স্পটগুলো। প্রশাসনের এমন সিদ্ধান্তে স্বস্তির কথা জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।