বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক রোহিঙ্গা আটক করেছে পুলিশ। বুধবার দুই ঘণ্টা ধরে সৈকতের বিভিন্ন অংশে এই অভিযান চালানো হয়।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় বেশকিছু রোহিঙ্গা বালিয়াড়ি ও আশপাশে ঘুরছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। আট রোহিঙ্গাদের হেফাজতে নেওয়া হয়েছে। এদের মাঝে নারীও রয়েছে। তবে, শিশু-কিশোরের সংখ্যাই বেশি। এদের ক্যাম্পের বাইরে যাবার কথা ছিল না। এতো সংখ্যক রোহিঙ্গা নারী-শিশু ক্যাম্প ছেড়ে বালিয়াড়ি ও আশপাশে ঘুরা শংকিত করে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সৈকতে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়। এরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। তাদের এখন কক্সবাজার সদর থানা রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে শরণার্থী কমিশনের মাধ্যমে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানো হবে।
আটককৃতরা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে সৈকতে ঘুরতে এসেছিল বলেও জানান রফিকুল ইসলাম।