Home কক্সবাজার ইয়াবা ও জালটাকাসহ গ্রেপ্তার দেবর-ভাবি

ইয়াবা ও জালটাকাসহ গ্রেপ্তার দেবর-ভাবি

আটক দেবর ভাবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার: টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা, জালনোট ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ দুজনকে আটক করেছে র‍্যাব। সম্পর্কে তারা দেবর-ভাবি। তাদের কাছ থেকে ৯৫ হাজার ৬৭০ পিস ইয়াবা, ৮৬ হাজার টাকা সমমূল্যের জাল নোট এবং ইয়াবা বিক্রি থেকে আয় করা ৩ লাখ ৮৪ হাজার টাকা জব্দ করা হয়। তবে আটক করার সময় তাদের তিন সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারেনি র‌্যাব।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌর এলাকার খানকার ডেইল এলাকায় অবস্থিত বসতবাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় দেবর-ভাবিকে। ‍বুধবার রাতে র‌্যাব-১৫ এসব তথ্য নিশ্চিত করেছে।

আটক দুজন হলেন ডেইল এলাকার ইমাম হোসেনের ছেলে নাছির উদ্দীন পিন্টু (২৯) এবং তার ভাই জয়নাল আবেদীনের স্ত্রী কানিজ ফাতেমা (৩১)। পালিয়ে যাওয়া তিন সহযোগী হলেন জয়নাল আবেদীন (৩৭), আব্দুল আজিজ (৩১) ও মোহাম্মদ আয়াছ (২৫)।

কক্সবাজার র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান দেশে আনার অন্যতম প্রধান কুশীলব রোহিঙ্গা তরুণী ফাতেমা ও তার স্বামী জয়নাল। ইয়াবা কারবারের পাশাপাশি জাল টাকার কারবারও করতেন তারা। পলাতক ব্যক্তিরাসহ পিন্টু ও ফাতেমা ইয়াবা পাইকারি বেচাকেনার জন্য ঘটনাস্থলে উপস্থিত হলে ঝটিকা অভিযান চালিয়ে র‌্যাব তাদের দুজনকে আটক করে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ইয়াবা ও জাল টাকার কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করেছে।