Home Second Lead মার্কিন নারীর শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

মার্কিন নারীর শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

আটক যুবক। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: এখানে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত যুক্তরাষ্ট্রের এক নারীকে অতর্কিত আক্রমণ করে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন জানান, সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের শহীদ সরণীস্থ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় ওই ঘটনাটি ঘটে। ঘটনার তথ্য জানার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে অভিযান শুরু করে বিকালে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া অভিযুক্ত যুবকের নাম তারেকুর রহমান ওরফে সোইল্যা তারেক (৩০)। তিনি কক্সবাজার শহরের মোহাজের পাড়া মোহাম্মদ ফরিদের ছেলে।

জানা যায়, ভুক্তভোগী নারী মার্কিন নাগরিক। তিনি স্বামীর সঙ্গে কক্সবাজার থাকেন। তার স্বামী আন্তর্জাতিক সংস্থা- ইউএন উইমেন এর কর্মকর্তা হিসেবে কক্সবাজারে কর্মরত। মার্কিন ওই নারী তার এক সহকর্মীসহ গতকাল সোমবার সকাল দশটার দিকে কক্সবাজার শহরের ফুটপাত দিয়ে হাঁছিলেন। এ সময় অতর্কিতে ওই যুবক তাদের পথ আটকে নারীকে জাপটে ধরেন ও তার শ্লীলতাহানির ঘটনা ঘটিয়ে পালিয়ে যান। ঘটনার পরপরই ভুক্তভোগী ওই নারী বিষয়টি জানিয়ে কক্সবাজার থানায় অভিযোগ করেন।

পুলিশ সুপার জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত যুবককে চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে বিকেল চারটার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে অভিযুক্ত তারেককে পুলিশ আটক করতে সক্ষম হয়। ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা, তা জানতে পুলিশ গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানান, জেলা পুলিশ সুপার।

পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে। তাকে মামলা দায়েরের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার দেখানো হবে।

স্থানীয়রা জানান, গ্রেপ্তার তারেক একজন বিকৃত মস্তিষ্কের ব্যক্তি। তার বিরুদ্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। সে সময় পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে ওই মামলায় জামিনে বের হয় তারেক।