বিজনেসটুডে২৪ ডেস্ক
কোভিড আক্রান্ত ৩০ বছর বয়সী একজন যুবতী। পুত্র সন্তানের জন্ম দিয়েই কোমায় চলে গেলেন। পরিবারের ইচ্ছের বিরুদ্ধে বিচারক রায় দিলেন তাকে মেরে ফেলা যাবে।
বিচারক হেডেন বলেন, মৃত্যুপথযাত্রী এ যুবতী লাইফ সাপোর্টে রয়েছে। সব সাক্ষী সাবুদ এটাই প্রমাণ করে তিনি বাঁচবেন না। শুধু আনুষ্ঠানিক মৃত্যু দীর্ঘায়িত করা যাবে মাত্র। তার বেঁচে থাকার সম্ভাবনা একেবারে শূন্য। যদিও এটি অকল্পনীয় এক কাহিনী। তবু এটিই সত্য।
মৃত্যুপথ যাত্রী যুবতীটি একজন মুসলিম। তিনি বিবাহিতা। তার তিনবছরের একটি কন্যা সন্তানও রয়েছে। তিনি ঘরেই কোভিড আক্রান্ত হন। তাকে হাসপাতালে যখন আনা হয় তখন তিনি ৮ মাসের সন্তান সম্ভবা। সিজার করে তার সন্তান ডেলিভারি করা হয়। তার ফুসফুস অকার্যকর হয়ে পড়ে।
অগ্ন্যাশয় কাজ করা বন্ধ করে দিয়েছিল। মৃত্যুই ছিল তার জন্য ভাল উপহার। তার স্বামী ও বোন বলছিলেন, তাকে আরো চিকিৎসার সময় দিতে। মিরাকল কিছু যদি ঘটে যায় আল্লাহর কাছ থেকে। আল্লাহ চাহেতো তিনি বেঁচেও ওঠতে পারেন। বিচারক বলেন, আমরা কেউই চাইনা তিনি মরে যাক। তবে মৃত্যু দীর্ঘায়িত হয়ে যাতে তাকে কষ্ট না দেয়।
-দ্য গার্ডিয়ান