Home সারাদেশ ‘কচুর লতি রপ্তানি করে কোটি কোটি টাকা আয়’

‘কচুর লতি রপ্তানি করে কোটি কোটি টাকা আয়’

বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল
জামালপুর থেকে এমরান হোসেন: পহেলা বৈশাখ উপলক্ষে নিজ এলাকার জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দেওয়ানগঞ্জ হেলিপ্যাডে এসে পৌছালে নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান। পরে তিনি উপজেলা কনফারেন্স রুমে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক দেশে আজ কচুর লতি বিক্রি করে আমরা কোটি কোটি টাকা আয় করছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আহবানে উচ্চ বেতনের চাকরি ছেড়ে দিয়ে তিনি রাজনীতিতে যোগদান করেছেন, শুধুমাত্র মানুষের এবং জনগণের সেবা করার জন্য।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, জেলা পরিষদ সদস্য আসলাম হোসেন,  এডিসি রফিকুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর মেয়র ( ভারপ্রাপ্ত) নুরে আলম সিদ্দিকী জুয়েল, সাবেক মেয়র নুরুন্নবী অপু, মডেল থানার ওসি মহব্বত কবীর,সাবেক কমান্ডার খাইরুল ইসলাম, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খান, নারী নেত্রী নাজনীন বেগম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিক, চিকাজানী ইউপি চেয়ারম্যান মোমতাজ উদ্দিন, কাউন্সিলর মামুন উর রশিদ, এমপির পিএ বিকাশ কবির ইমরান, মুক্তাদির বিল্লাহ শিপন, রেজাউল করিম, ছাত্রনেতা মাহফুজুর রহমান মাফুজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রুবেল খান, সেক্রেটারি সোহেল রানা সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
পরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ করেন আবুল কালাম আজাদ এমপি।