Home অন্যান্য কন্টেইনারবাহী সর্ববৃহৎ জাহাজের সমুদ্রযাত্রা

কন্টেইনারবাহী সর্ববৃহৎ জাহাজের সমুদ্রযাত্রা

এইচএমএম আলজেসাইরাস

বিজনেসটুডে২৪ ডেস্ক

কন্টেইনারবাহী বৃহত্তম জাহাজটি প্রথম সমুদ্রযাত্রা শুরু করেছে।

চিনের শেংডং প্রদেশের কিংদাও বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করেছে রবিবার। ৪৫৬০ টিইউস বিভিন্ন রাসায়নিক, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল এবং নন স্ট্যাপল ফুড নিয়ে রওনা হয়েছে বুসানের পথে। সেখান থেকে নিংবো, সাংহাই, ইয়ানতিয়ান, সুয়জ ক্যানাল, রটেরডাম, হামবুর্গ এবং লন্ডন যাবে।

জাহাজটির নাম এইচএমএম আলজেসাইরাস। কোরিয়ান কোম্পানি এইচএমএম (হুন্দাই মার্চেন্ট মেরিন) জাহাজটির মালিক। তৈরি করেছে দাইয়ূ শিপবিল্ডিং এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং( ডিএসএমই)। তাদের ইয়ার্ডে বৃহস্পতিবার হস্তান্তর করা হয়েছে আনু্ষ্ঠানিকভাবে। কন্টেইনারবাহী  সবচেয়ে বড় জাহাজ এটা। সহজে বহন করতে পারবে প্রায় ২৪ হাজার কন্টেইনার।

কন্টেইনারবাহী সর্ববৃহৎ জাহাজ ছিল মেডিটেরিয়ান শিপিং কোম্পানি (এমএসসি)’র মালিকানাধীন গুলসান। কন্টেইনার পরিবহন ক্ষমতা ২৩,৬৫৬ টিইউস। সেটার চেয়ে আলজেসাইরাস ৩০০ টিইউস বেশি পরিবহন করতে পারবে।