Home বিনোদন কবে মা হচ্ছেন প্রিয়াঙ্কা?

কবে মা হচ্ছেন প্রিয়াঙ্কা?

ছবি সংগৃহীত

মেগান মার্কেলের বিতর্কিত সাক্ষাত্কারের জেরে এখন গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন সঞ্চালিকা ওপেরা উনফ্রে’র টক শো। অনুষ্ঠানের আসন্ন এপিসোডের অতিথি হিসাবে হাজির হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ঐশ্বর্য রাই বচ্চনের পর দ্বিতীয় ভারতীয় নায়িকা হিসাবে ওপেরার শো-য়ে অংশ নিচ্ছেন পিগি চপস। ওপেরার শো মানেই একগুচ্ছ ব্যক্তিগত প্রশ্নবাণে বিদ্ধ হওয়া, তাই প্রিয়াঙ্কার জীবনের নানান অজানা দিক উঠে আসবে এই শোয়ের মধ্য দিয়ে তা বেশ স্পষ্ট। 

বৃহস্পতিবার প্রকাশ্যে এল ওপেরার শো’তে হাজির প্রিয়াঙ্কার এপিসোডের প্রথম প্রমো। যেখানে মূলত প্রিয়াঙ্কার আত্মজীবনী থাকল চর্চার বিষয় হিসাবে। কী কারণে এত জলদি আত্মজীবনী লিখে ফেললেন প্রিয়াঙ্কা? করোনার জেরে ঘরবন্দি থাকাটাই কি ‘আনফিনিসড’ লেখবার একমাত্র কারণ? দেশি গার্লের কাছে প্রশ্ন রাখেন ওপেরা উইনফ্রে। 

জবাবে প্রিয়াঙ্কা করেন, করোনা লকডাউন নিঃসন্দেহে তাঁর কাজে সহায়তা করেছে, কারণ তিনি লম্বা সময় ধরে লিখতে পেরেছেন। তবে আত্মজীবনী লেখবার সিদ্ধান্তটা ২০১৮ সালেই নিয়ে ফেলেছিলেন ‘বেওয়াচ’ অভিনেত্রী। প্রিয়াঙ্কার মতে, এটা আদর্শ সময় তাঁর আত্মজীবনী প্রকাশ্যে আনবার। প্রিয়াঙ্কার ভাষায়, এখন তিনি অনেক বেশি সুরক্ষিত জায়গায় রয়েছে। কেরিয়ারের গোড়ার দিকে তিনি অনেক বেশি নড়বড়ে বা অনিশ্চিত ছিলেন। সেই সব অনিশ্চয়তা এখন দূর হয়েছে। 

উল্লেখ্য, মাত্র ৩৮ বছর বয়সে নিজের আত্মজীবনী লিখে হইচই ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর দীর্ঘ ২০ বছরের পেশাদার জীবন, এবং ব্যক্তিগত জীবনের নানান উঠাপড়ার অজানা গল্প উঠে এসেছে ‘আনফিনিসড’-এ। চলতি বছরের শুরুতেই মুক্তি পাওয়া এই আত্মকথা ইতিমধ্যেই নিউ টাইমসের বেস্ট সেলারের তকমা পেয়েছে। 

দিন কয়েক আগে ওপেরার শো-য়ের আসন্ন একঝাঁক এপিসোডের কোলাজ প্রমো প্রকাশ্যে এসেছিল। সেখানে নিক-প্রিয়াঙ্কার ফ্যামিলি প্ল্যান নিয়ে প্রশ্ন রাখেন ওপেরা। বলেন, ‘সন্তান নিয়ে কী ভাবছেন নিক-প্রিয়াঙ্কা?’

ডিসওভারি প্লাস ইন্ডিয়ায় আগামী ২৪ মার্চ সম্প্রচারিত হবে ‘সুপার সোল’-এর প্রথম এপিসোড, যেখানে ওপেরার মুখোমুখি হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।